নিজস্ব প্রতিবেদক ।।
প্রগতিশীল শিক্ষিত যুবকদের নিয়ে ২০১৩ সালে গঠিত হয়েছে কুমিল্লা ন্যাশনাল ক্লাব। “সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সামাজিক উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব। হাটি হাটি পা পা করে ইতিমধ্যে সংগঠনটি সাত বছর অতিক্রম করে আট বছরে পদার্পন করেছে। গত ২ জানুয়ারী শনিবার কুমিল্লার হোটেল নুরজাহান চাইনিজ মিলনায়তনে ক্লাবের সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক এস এম সোয়েব কিবরিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
কুমিল্লা ন্যাশনাল ক্লাবের নতুন কমিটিতে মোঃ জহিরুল ইসলাম চৌধুরী সমন্বয়ক,মোঃ মেহেদী হাসান আহবায়ক,ওমর ফারুক চৌধুরী সদস্য সচিব,নাজমুল হাসান সুমনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়াও যুগ্ম আহবায়ক পদে রয়েছেন রবিউল আউয়াল তুহিন ও গোলাম রাব্বি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।