কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড যাত্রী ছাউনি সংস্কার করলেন টিআই মুরাদ

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড (লাকসাম রোড) এলাকায় যাত্রীদের সুবিধার্থে অবৈধ দখল থেকে যাত্রী ছাউনিটি উদ্ধার করে সাইনবোর্ড সাটিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ রৌশন মুরাদ।

দীর্ঘদিন অব্যবহৃত যাত্রী ছাউনিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করার মধ্য দিয়ে অনেকটা আকর্ষনীয় করে তোলা হয়েছে যাত্রী ছাউনি। জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ রৌশন মুরাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলার যাত্রী সাধারণসহ স্থানীয় জনগণ।

যাত্রী ছাউনিটি যাতে সবসময় ব্যবহারের উপযুক্ত থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ রৌশন মুরাদ জানান, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার মানুষের চলাচল এ সড়কে।

যাত্রীদের সুবিধার্থে বিশ্বরোডের যাত্রী ছাউনি সংস্কারের উদ্যোগ নেই। এ এলাকার মানুষের চলাচলের পথে কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে ছাত্রী ছাউনিটি। সকলে সম্মিলিত ভাবে যাত্রী ছাউনির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে যাত্রা পথে উপকৃত হবে মানুষ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!