কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ও ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে কয়েকজন ফটকে তালা ঝুলিয়ে একটি ব্যানার সাঁটিয়ে দেন।

ফটকে কর্তব্যরত আনসার সদস্য বাদল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে যোগে বেশ কয়েকজন লোক এসে মেইন গেটের চারটি প্রবেশমুখে চারটি তালা ঝুলিয়ে দেয়। এ সময় তাদের বাঁধা দিলে তারা ছাত্রদলের নেতাকর্মী বলে পরিচয় দিয়ে চলে যায়। পরে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে তালাগুলো ভেঙে ফেলি।

এ বিষয়ে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শুভ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সর্বদলীয় অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। কিছুক্ষণ পর তালাগুলো ভেঙে ফেলা হয়। পরে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!