কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত ভূমি’র মালিকদের চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত ভূমি মালিকগণের মাঝে ক্ষতিপূরণের এল.এ চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লার কোটবাড়িস্থ গন্ধমতিস্থ বিজয়পুর ইউনিয়ন ভূমি অফিস মাঠে অধিগ্রহণকৃত ৮৫ জন ভূমির মালিককে ১৪ কোটি ৬৯ লক্ষ টাকার এল.এ চেক প্রদান করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

এ সময় ব্রিগেডিয়ার কাজী কায়সার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, বিজয়পুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম সহ ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!