প্রেস বিজ্ঞপ্তি।।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতা বিশ্ব” এই প্রতিবাদ্যকে সামনে রেখে অদ্য ০৯/০৩/২০২১ খ্রি. কুমিল্লা সিটি কর্পোরেশন সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও কাউন্সিলর হাজী নেহার বেগম এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াছমিন রীমা, সিটি কাউন্সিলর নেহার বেগম, সিনিয়র সাংবাদিক অশোক বড়ুয়া, ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন আহমেদ, আবদুল মতিন মোল্লা প্রধান শিক্ষক সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক দিলারা আলো, সাংবাদিক এন.কে রিপন, এস ডি এম উত্তম কুমার বিশ্বাস, মনিটরিং অফিসার কামরুল হাসান, মোঃ মাসুদ রানা (পিওসিপি)-সহ উক্ত প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শাহানাজ পারভীন। অনুষ্ঠান শেষে নারী দিবসের অবদান রাখায় ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।