নিজস্ব প্রতিবেদক
গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্যআপার সেবা বিষয়ক উঠান বৈঠক (২৮ মার্চ) সোমবার দুপুরে গলিয়ারা উত্তর ইউনিয়নের একবালিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্যকেন্দ্রের উদ্যোগে ১০০ জন মহিলাদের নিয়ে ৫৪ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফারহানা আক্তার রুনার পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন,ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান,স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আনাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে সেবাগ্রহীতা নারীদের শিক্ষা,নারীর ক্ষমতায়ন,তথ্যপ্রযুক্তি ও মাদক প্রতিকারে সোচ্চার হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।