কুমিল্লা সদর দক্ষিণে অস্ত্র মামলার আসামী সায়েম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণে অস্ত্র মামলার পলাতক আসামী কিং টঙ্গীরপাড়ের মোঃ আবু সায়েমকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই সুজন ও এএসআই ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে চৌয়ারা ইউনিয়নের কিং টঙ্গীরপাড়ের আবুল হাসেমের ছেলে অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ আবু সায়েমের বাড়িতে অভিযান চালায়। টানা এক ঘন্টা অভিযান চালানোর পর তিনতলা বাড়ির সিড়ির রুমের উপরের চতুর্থ তলায় (সিড়ি বিহীন) ছাদ থেকে অস্ত্র মামলার আসামী আবু সায়েমের গ্রেফতার করে পুলিশ।
সূত্রে আরো জানা যায়,গত বছরের ২৬ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজারে আবু সায়েম পিস্তল ঠেকিয়ে স্থানীয় যুবলীগ নেতা মনির ফরাজীকে হত্যার চেষ্টা চালায়। যুবলীগ নেতা মনির ফরাজী নিজের জীবন বাজি রেখে পিস্তল সহকারে সায়েমকে আটক করে। ওই সময় কৌশলে সায়েম পালিয়ে গেলেও তার অস্ত্রটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করে। এ ঘটনায় যুবলীগ নেতা মনির ফরাজীর দায়েরকৃত অস্ত্র মামলায় পলাতক আসামী আবু সায়েম এক বছর পর গ্রেফতার হয়। আবু সায়েম গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মামলার বাদী মনির ফরাজী।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, অস্ত্র মামলায় গ্রেফতারকৃত আসামী আবু সায়েমকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!