০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা সদর দক্ষিণে একের পর এক ডাকাতি, আতঙ্কে মানুষ

  • তারিখ : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 632

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একের পর এক ঘটছে ডাকাতির ঘটনা। এসব ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসী ও বিত্তশালী পরিবার। ডাকাতের হাত থেকে বাঁচতে রাত জেগে পাহাড়াও দিচ্ছে গ্রামের মানুষ। গত শুক্রবার (৫ জুলাই) গভীর রাতেও উপজেলার চৌয়ারা ইউনিয়নের দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ নিয়ে গত ২০/২৫ দিনের ব্যবধানে চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর ইউনিয়নের ৭/৮টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার চৌয়ারা ইউনিয়নের দিঘলগাঁও গ্রামের ব্যবসায়ী ফরিদ মিয়া জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৮/১০ জন ডাকাত দল। তারা আমাদেরকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানাই। একই রাতে পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সিন্ধুয়ার প্রবাসী জহিরের বাড়িতেও ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের মারধর করে মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়াও কিছুদিন পূর্বে উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজিম এর ঘরের ভেতরে ঢুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ বাইশ হাজার পাঁচ’শ টাকা, দুইটি মোবাইল ফোন ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার সদর দক্ষিণ মডেল থানার একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

কয়েক দিনের ব্যবধানে পার্শ্ববর্তী গ্রাম যাত্রাপুরের শফিকের বাড়িতে দিনদুপুরে চুরি এবং একই গ্রামের নোয়াব মিয়ার বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। এর পর থেকে ডাকাতিরোধে পুরো গ্রামের মানুষ এক হয়ে রাতে পাহাড়া দেয়ার ব্যবস্থা করেছে।

বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ার মনু মিয়ার বাড়িতে এবং মধ্যম বিজয়পুরের রিপনের গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে যায় এবং রিপনকে চুরিকাঘাত করে।

এদিকে গত ২ জুলাই রাতে চৌয়ারা ইউনিয়নের দিঘলগাঁও চৌমুহনী মোহনের দোকান, কিং টঙ্গীরপাড় রাসেলের দোকান, হেমজোড়ার একটি দোকানের ডাকাতির ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এসময় দোকানের কসমেটিকসসহ মূল্যবান মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ জানান, বিজয়পুর ও আশপাশের ইউনিয়নে ডাকাতির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাত আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি দাবি করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ডাকাতির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের অন্যান্যদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে একের পর এক ডাকাতি, আতঙ্কে মানুষ

তারিখ : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একের পর এক ঘটছে ডাকাতির ঘটনা। এসব ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসী ও বিত্তশালী পরিবার। ডাকাতের হাত থেকে বাঁচতে রাত জেগে পাহাড়াও দিচ্ছে গ্রামের মানুষ। গত শুক্রবার (৫ জুলাই) গভীর রাতেও উপজেলার চৌয়ারা ইউনিয়নের দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ নিয়ে গত ২০/২৫ দিনের ব্যবধানে চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর ইউনিয়নের ৭/৮টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার চৌয়ারা ইউনিয়নের দিঘলগাঁও গ্রামের ব্যবসায়ী ফরিদ মিয়া জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৮/১০ জন ডাকাত দল। তারা আমাদেরকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানাই। একই রাতে পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সিন্ধুয়ার প্রবাসী জহিরের বাড়িতেও ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের মারধর করে মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়াও কিছুদিন পূর্বে উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজিম এর ঘরের ভেতরে ঢুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ বাইশ হাজার পাঁচ’শ টাকা, দুইটি মোবাইল ফোন ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার সদর দক্ষিণ মডেল থানার একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

কয়েক দিনের ব্যবধানে পার্শ্ববর্তী গ্রাম যাত্রাপুরের শফিকের বাড়িতে দিনদুপুরে চুরি এবং একই গ্রামের নোয়াব মিয়ার বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। এর পর থেকে ডাকাতিরোধে পুরো গ্রামের মানুষ এক হয়ে রাতে পাহাড়া দেয়ার ব্যবস্থা করেছে।

বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ার মনু মিয়ার বাড়িতে এবং মধ্যম বিজয়পুরের রিপনের গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে যায় এবং রিপনকে চুরিকাঘাত করে।

এদিকে গত ২ জুলাই রাতে চৌয়ারা ইউনিয়নের দিঘলগাঁও চৌমুহনী মোহনের দোকান, কিং টঙ্গীরপাড় রাসেলের দোকান, হেমজোড়ার একটি দোকানের ডাকাতির ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এসময় দোকানের কসমেটিকসসহ মূল্যবান মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ জানান, বিজয়পুর ও আশপাশের ইউনিয়নে ডাকাতির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাত আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি দাবি করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ডাকাতির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের অন্যান্যদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।