কুমিল্লা সদর দক্ষিণে এক শিক্ষক পরিবারকে ৫ লাখ ৬৫ হাজার টাকা সহায়তা প্রদান

মাজহারুল ইসলাম বাপ্পি

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহআলম স্যারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কালিরবাজার মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও সদর দক্ষিণ উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে শাহআলম স্যারের স্ত্রী নাসিমা আক্তারকে ৫ লাখ ৬৫ হাজার ৪’শ টাকা সহায়তা প্রদান করা হয়।
সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে মৃত্যু বরণকারী শিক্ষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
এ সময় সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, কালিরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, কালিরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোশন আলম চৌধুরী, সুয়াগঞ্জ টি. এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মামুন আজাদ খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান, কনেশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কমলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম,বামিশা হাই স্কুলের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশসহ কালিরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৯/০৪/২০২২ ইং তারিখ কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহআলম স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
মৃত্যু বরণ করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!