নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই(নিঃ)/নিয়াজ মোহাম্মদ খাঁন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রী কালীন বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সূত্রে জানতে পারেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের অন্তর্গত পানি উন্নয়ন বোর্ডের মেইন গেইট/রাস্তার বিপরীত পার্শ্বে পূর্ব দিকে পরিত্যক্ত আধা পাকা টিনসেড ভাঙ্গা বিল্ডিং ঘরের ভিতর ২০/২৫ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহনের স্বার্থে এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ খান সঙ্গীয় ফোর্সের সহয়তায় বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে ১। মোঃ ফরহাদ হোসেন (২৪), পিতা- মৃত দুলাল মিয়া, মাতা- মৃত রৌশনারা বেগম, সাং- রামপুর (রসুলপুর রেল স্টেশনের সাথে), এ/পি- শাসনগাছা, ইদগাঁহ, জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ২। মোঃ জসিম উদ্দিন (২০), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা- খুরশিদা বেগম, সাং- নিশ্চিন্তপুর (মধ্যপাড়া), পাঁচথুবী ইউনিয়ন, ৩। মোঃ শরীফ (২০), পিতা- মোঃ আব্দুস সামাদ @ মোস্তফা, মাতা- জোৎস্না বেগম, সাং- শাসনগাছা, মধ্যপাড়া, সর্বথানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাদেরকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ০১। ০৩ (তিন) টি ধারালো রামদা, ০২। ০১ (এক)টি ধারালো সুইস গিয়ার চাকু সহ অন্যান্য আলামত উদ্ধার পূর্বক জব্দ করেন।
তাহাদের সঙ্গীয় ১৮/২০ জন ডাকাত কৌশলে রাতের অন্ধকারে ঘটনাস্থল হইতে দিক-বেদিকে ছুটে পালাইয়া যায়। থানার রেকর্ডপত্র পর্যালোচনায় ধৃত ডাকাত মোঃ ফরহাদ হোসনের বিরুদ্ধে ০৩টি,মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ০২টি এবং মোঃ শরীফের বিরুদ্ধে ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলিয়া জানা যায়।
উক্ত ঘটনায় ধৃত ডাকাতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রেকর্ড হয়েছে । গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতদের সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত অছে।