কুমিল্লা সদর দক্ষিণে প্রান্তিক মাছ চাষীদের প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের উন্নয়ন ও পরিচালন প্রকল্প /জাইকার অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপজেলা স্থায়ী কমিটির আয়োজনে সোমবার প্রান্তিক মাছ চাষীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে  ‘উত্তম পদ্ধতিতে মাছচাষ এবং মাছের খাদ্য তৈরি ও গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ক  প্রশিক্ষণ’র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোসাঃ নীলিমা আক্তার,জাইকা প্রতিনিধি মোঃ রেদোয়ান প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন সদর দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের এফএ কাজী সাইফুল ইসলাম।
উল্লেখ্য,উপজেলার প্রান্তিক মাছচাষীদের দুই ব্যাচে মোট ৬০ জনকে দুই দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে কম খরচে
মাছচাষের উত্তম ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে শেখার জন্য অনুপ্রাণিত করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!