০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে প্রশাসনের আন্তরিকতায় পিতৃপরিচয়হীন নবজাতক পেল নিরাপদ ঠিকানা

  • তারিখ : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / 356

নিজস্ব প্রতিবেদক।।
পৃথিবীর আলো দেখার পর আর মায়ের দেখা পায়নি নবজাতক। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই আর দেখা নেই ওই নারীর। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির চেষ্টায় বেঁচে থাকার ঠিকানা পেয়েছে পিতৃপরিচয়হীন জন্ম নেওয়া ওই নবজাতক। পেয়েছে নতুন নামও।
সকল আইনি প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার পরিচয়হীন ওই নবজাতকটিকে নিঃসন্তানসন্তান এক দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে জয়িতা।

জয়িতার জন্ম গত ১৬ জানুয়ারি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিসসংলগ্ন জমিতে শুয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। সন্তান প্রসবের পরেও ওই নারীর পেট ফুলে থাকায় স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওইদিন ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যায় বলে জানা যায়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, জন্মের পর দু’দিন ধরে হাসপাতালে ওই নবজাতকের দেখাশোনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক নিঃসন্তানসন্তান এক ব্যবসায়ী দম্পত্তি। এ সময় নিজ সন্তানের মতো ওই দম্পতি ওষুধসহ সব বিষয়ে দায়িত্ব পালন করেন। তাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে ওই দম্পতিকে জয়িতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে এবং ১৮ বছর পর্যন্ত প্রতি ৩ মাস পর পর উপজেলায় হাজির হওয়ার মতো নানা শর্ত মেনে ওই দম্পতি জয়িতার দায়িত্ব নেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, শিশুটির দায়িত্ব নিতে এলাকায় অনেকেই আগ্রহ দেখিয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকতা ও সমাজসেবা কর্মকতার সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে একটি নিঃসন্তানসন্তান দম্পতির হাতে জয়িতার দায়িত্ব তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে প্রশাসনের আন্তরিকতায় পিতৃপরিচয়হীন নবজাতক পেল নিরাপদ ঠিকানা

তারিখ : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।
পৃথিবীর আলো দেখার পর আর মায়ের দেখা পায়নি নবজাতক। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই আর দেখা নেই ওই নারীর। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির চেষ্টায় বেঁচে থাকার ঠিকানা পেয়েছে পিতৃপরিচয়হীন জন্ম নেওয়া ওই নবজাতক। পেয়েছে নতুন নামও।
সকল আইনি প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার পরিচয়হীন ওই নবজাতকটিকে নিঃসন্তানসন্তান এক দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে জয়িতা।

জয়িতার জন্ম গত ১৬ জানুয়ারি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিসসংলগ্ন জমিতে শুয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। সন্তান প্রসবের পরেও ওই নারীর পেট ফুলে থাকায় স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওইদিন ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যায় বলে জানা যায়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, জন্মের পর দু’দিন ধরে হাসপাতালে ওই নবজাতকের দেখাশোনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক নিঃসন্তানসন্তান এক ব্যবসায়ী দম্পত্তি। এ সময় নিজ সন্তানের মতো ওই দম্পতি ওষুধসহ সব বিষয়ে দায়িত্ব পালন করেন। তাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে ওই দম্পতিকে জয়িতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে এবং ১৮ বছর পর্যন্ত প্রতি ৩ মাস পর পর উপজেলায় হাজির হওয়ার মতো নানা শর্ত মেনে ওই দম্পতি জয়িতার দায়িত্ব নেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, শিশুটির দায়িত্ব নিতে এলাকায় অনেকেই আগ্রহ দেখিয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকতা ও সমাজসেবা কর্মকতার সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে একটি নিঃসন্তানসন্তান দম্পতির হাতে জয়িতার দায়িত্ব তুলে দেওয়া হয়।