কুমিল্লা সদর দক্ষিণে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে ১১’শ ৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরে রবি/২০২৩-২০২৪ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবির খান প্রমুখ। পরে ইদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!