সদর দক্ষিণে ভর্তুকি মূল্যে ৪ টি কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (১ মে) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৪ টি কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪ টি কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষক মাহিন উদ্দিন, আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ও কৃষক টিপু’র নিকট হস্তান্তর করা হয়।

ভর্তুকী মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান সহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি যান্ত্রিকীকরণের ফলে অল্প সময়ে স্বল্প খরচে কম্বাইন হারভেষ্টার মেশিনের মাধ্যমে কৃষকরা ধান কাটা, ঝাড়াই ও মাড়াই করতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এতে কৃষকের উৎপাদন খরচও কমে আসবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!