নিজস্ব প্রতিবেদক :
কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজুবাদাম ও কফি’র উপর দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আইউব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন।
কাজুবাদাম ও কফি’র উপর দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার।
প্রশিক্ষণে বক্তারা কাজু বাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বলে উল্লেখ করে চাষিদের আশেপাশে এবং পতিত জমিতে বেশি করে কাজু বাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্ব দেন।