কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসীর সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোসেনপুর দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ও তার ভাই আব্দুল আলীর বসতবাড়িতে চলাচলে বাধা প্রদানসহ পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ উঠেছে একই বাড়ীর হাজী কেরামত আলীর ছেলে আবুল কালাম ও আবুল কাশেমের বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সূত্র জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ার হাজী আলী আশ্রাফের দুই ছেলে মোহাম্মদ আলী ও আব্দুল আলী দীর্ঘদিন যাবত সৌদি আরব প্রবাসে থাকেন। একই পরিবারের দুই ভাই প্রবাসে থাকার সুযোগে একই বাড়ির হাজী কেরামত আলীর ছেলে আবুল কালাম ও আবুল কাশেমসহ তাদের পরিবারের লোকজন প্রবাসীর পরিবার চলাচলে পুকুরের উত্তর পাড়ে সীমানা প্রাচীর এবং পশ্চিম পাশের ঘর নির্মাণ করে ওই প্রবাসীর পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
নিরুপায় হয়ে প্রবাসী মোহাম্মদ আলী ও আব্দুল আলীর পরিবার পুকুড়ের উত্তর পাশ দিয়ে নতুন রাস্তা করতে চাইলে আবুল কালাম ও আবুল কাশেম রাস্তা করতে বাধা দেয়। মুলত প্রবাসী দুই ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য একের পর পায়তারা করছে বলে অভিযোগ প্রবাসীর পরিবারের। প্রবাসী মোহাম্মদ আলী জানান, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আবুল কালাম ও আবুল কাশেমসহ আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালায়। এখনো তারা অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে। তারা আমাদের ঘরগুলো গরু বেধে রেখে পরিবেশ নষ্ট করছে। ইতিপূর্বে আবুল কালাম ও আবুল কাশেম আমার বাবা হাজী আলী আশ্রাফের উপর হামলা চালায় এবং মা মাফিয়া বেগমের উপরও চড়াও হয়।
এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযুক্ত আবুল কালাম ও আবুল কাশেমকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!