কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস শব্দ

প্রেস বিজ্ঞপ্তিত।।

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস শব্দ করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান,

শাড়ী ১১৯৩ পিস ১১৯৩  x৫০০০= ৫৯৬৫০০০ ,লেহেংগা ২৯৫ x  ১০০০০= ২৯৫০০০০,থি পিস ৭৫×১০০০=৭৫০০০, গাড়ি ৪০,০০০০০সর্ব মোট ১,২৯,৯০০০০/- টাকা। উদ্ধার স্থল- বিজয়পুর বাজার। বৃহস্পতিবার ভোর ০৪.৩০ ঘটিকায় আটক করা হয়।
ইউএনও সদর দক্ষিণ এর উপস্থিতিতে কাভার্ড ভ্যান খুলে জব্দ করা হয়। আটক কৃত আসামি ১) জাকির হোসেন (৫১), পিতা- মৃত মোখলেছুর রহমান, সাং- ফিরিঙ্গীর হাট, ২) শাহজাহান (৫৫), পিতা- মৃত মকবুল হোসেন,  সাং- সুবর্ণপুর, উভয় থানা- সদর দক্ষিণ,  কুমিল্লা। তারা গাড়িতে ছিল এবং মালামালের মালিক, চালক পুলিশের সংকেতে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। উভয় আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। অভিযানে ছিলেন এসআই ফেরদৌস হোসেন ও এসআই মনিরুল ইসলাম।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!