নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, কুমিল্লা জেলা শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সদর দক্ষিণ উপজেলা অনেকটাই এগিয়ে আছে। লালমাই পাহাড় কুমিল্লার ঐতিহ্য।
যারা কুমিল্লার লালমাই পাহাড় কাটা ও অন্যান্য ধ্বংসমূলক কাজের সাথে জড়িত আছেন তাদেরকে পাহাড় কাটা থেকে বিরত থাকার নির্দেশ সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান। লালমাই পাহাড় কাটার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, বিদেশী নাগরিকরা যখন ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করে তখন আশপাশের ফেলে রাখা ময়লার কারনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন এবং আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা নিয়ে বাকী সবগুলো সমস্যা সমাধান করবো।
সভায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের বক্তব্য প্রদান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ সার্কেল এএসপি এ কে এম এমরানুল হক মারুফ, অর্থমন্ত্রীর এপিএস মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহ উদ্দিন, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান,
জেলা প্রশাসকের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী কমিশনার অতীশ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া সহ উপজেলার সকল কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালিমা আখতার।
উল্লেখ্য,ভিক্ষুক ও হতদরিদ্রের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান উপজেলার ১০ জন ভিক্ষুকের মধ্যে ৪ জনকে গরু ও ৬ জনকে নতুন রিক্সা প্রদান করেন সেই সাথে উপজেলা সত্বরে বৃক্ষরোপন করেন।