নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের অলির বাজার রামচন্দ্রপুরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের দায়ে এছাক মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বিজয়পুর ইউনিয়নের রাজারখলা গ্রামের আসমত মিয়ার ছেলে। বৃহস্পতিবার ধর্ষক এছাক মিয়া ১৬৪ এ আদালতে ধর্ষনের বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে বলে জানায় পুলিশ।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের রাজারখলা গ্রামের এছাক মিয়ার সাথে পার্শ্ববর্তী রামচন্দ্রপুরের মিনা আক্তার (ছদ্মনাম) এর প্রেমের সম্পর্ক হয়। প্রেমে সহযোগিতা করেন ভিকটিমের চাচা রামচন্দ্রপুরের কবির হোসেন। এক পর্যায়ে এছাক মিয়া মিনা আক্তারকে (ছদ্মনাম) বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড (লাকসাম রোড) এলাকায় বাসা ভাড়া নেয়। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমের চাচার শলাপরামর্শে তাকে গত কয়েক মাসে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে ভিকটিম এছাক মিয়াকে বিয়ে করার কথা বললে, তাকে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে অজ্ঞাত স্থানে ফালিয়ে যায়। বর্তমানে ওই যুবতী সাত মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্ষক এছাক মিয়া ও তার সহযোগি কবিরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষক এছাক মিয়া আদালতে ১৬৪ এ ধর্ষনের বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।