কুমিল্লা সদর দক্ষিণে রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।

রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃত্তি পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি এবং আলোচনা সভা ২৩ আগস্ট বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ৩০০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা, ১৮ টি সংগঠনকে সংবর্ধনা, ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ৩ জন প্রবীন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।

রক্তকমল ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও রক্তকমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল আজিম মেহেদী, বর্তমান সভাপতি মাইনুদ্দিন মিলন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লা হাসু, উপজেলা আওয়ামী দদলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল মমিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জাফর আহমেদ মেম্বার, আব্দুল বারেক মেম্বার প্রমুখ। এ সময় রক্তকমল ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!