কুৃমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র নেতৃত্বে লালমাই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার ঐতিহ্যের লালমাই পাহাড় মাটিদস্যুদের জুলুম আর লোভের কোপে দিনদিন ক্ষতবিক্ষত হয়ে পড়েছে।

লালমাই পাহাড়ের মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে সদর দক্ষিণের ইউএনও রুবাইয়া খানম এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ ও পরিবেশ অধিদপ্তরের পরিবেশ অধিদপ্তরের এডি রায়হান মোর্শেদ অভিযান পরিচালনা করে। এ সময় বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যায় পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, পাহাড় কাটার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। এবিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এসময় উপজেলা সার্ভেয়ার মোঃ আরিফুল ইসলাম, বিজয়পুর ইউনিয়নের তসহিলদার নাসির উদ্দিন বিপুল, বারপাড়া ইউনিয়ন তহসিলদার মোঃ নাজমুল হাসানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!