মাজহারুল ইসলাম বাপ্পি :
আগামী ২৯ নভেম্বর বহুল প্রতীক্ষিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সম্মেলন। ইতঃপূর্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৩৪ প্রার্থী জেলা ছাত্রলীগ বরাবর সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক,যুগ্ম আহবায়কদের নিকট তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে পুরো উপজেলা ছাত্র নেতাদের মাঝে চলছে সুষ্ঠু নিরব প্রতিযোগিতা। এরই মধ্যে প্রার্থীদের সকলেই নিজেদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক কাঠামো ঠিক রেখে প্রকৃত ছাত্রদের নিয়েই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো উপজেলা জুড়ে সকলের মুখে একটাই প্রশ্ন কে হচ্ছেন আগামীর সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক ? এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৯ নভেম্বর ছাত্রলীগের সম্মেলন পর্যন্ত।
এ ব্যাপারে ছাত্রলীগ প্রস্তত কমিটির যুগ্ম আহবায়ক কাজী বোরহান উদ্দিন জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সম্মেলনের সকল প্রস্ততি প্রায় সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি। এছাড়াও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রয়েছেন শাহাদাত হোসেন বাকী, আব্দুল্লাহ আল মামুন অপু, ইয়াসিন আরাফাত, খালিদ আহমেদ মজুমদার রিফাত, জাহিদ হোসেন সোহাগ, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন অপু, মামশাদ আলম, আরিফুল ইসলাম শামিম, তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক পদ প্রার্থী রয়েছেন ইকবাল হাসান তুহিন,ইমরান পোদ্দার তুহিন, জাকারিয়াদুল ইসলাম বাপ্পি, ইমরান হোসেন, আকিব, প্রসেনজিৎ চন্দ্র, রাসেল, সাদ্দাম হোসেন, রাশেদ, মমিনুল ইসলাম, মোতাহের হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম অপু, মাদব চন্দ্র, জীবন সহ মোট ১৩ জন প্রার্থী।