নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জনকে নিহত করার প্রতিবাদে রবিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন , কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী তাজুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সদস্য আবদুল ওয়াদুদ মিয়াজি, সামছুল হক,দেলোয়ার হোসেন,আবুল বাশার,আইয়ুব আলী,হারিছ মিয়া সহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার হানিফ মিয়া, জাকির হোসেন মেম্বার, আওলাদ মেম্বার, জিয়া, যুবলীগ নেতা আজাদ,জসিম মজুমদার, রতন, মাসুদ সেলিম,ছাত্রলীগ নেতা আকিব ,মঞ্জু, আরিফ, সৈকত সেন,আশিক, ছোটন,সানি,সহ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।