চলে গেলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

নিজস্ব প্রতিবেদক।।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মারা যান।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃতি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অভিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরশাদের আমলে ধর্ম প্রতিমন্ত্রী হন মুফতি ওয়াক্কাস। তবে এরশাদের পতন হলে যোগ দেন জমিয়েত উলামায় ইসলামে।

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মুনির হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!