চৌদ্দগ্রামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে আহছানউল্লা নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ শুভ রঞ্জম চাকমা।

থানা সূত্রে জানা যায়,  বুধবার সকলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ও এএসআই ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ সঙ্গী অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ননিশ্বর গ্রামের মৃত- আবদুল লতিফের ছেলে আহছানউল্লা (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আহছানউল্লা নামে মারামারি ও দাঙ্গা হাঙ্গামার মামলা রয়েছে। এই মামলায় আদালত তাকে ৩ বছরের সাজা দেয়। এত পর থেকে সে পালাতক ছিল।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানা, গ্রেপ্তারকৃত আহছানউল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!