মো. জাকির হোসেন:
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরীফুর রহমানের নেতৃত্বে, এ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজা সহ আটক করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরীফুর রহমানের নেতৃত্বে এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ উত্তর মাঝিগাছা গ্রামের লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় উত্তর মাঝি গাছা গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাপ্পী(৩০) কে দুই কেজি গাঁজা সহ আটক করে। এঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।