প্রেস বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর আব্বা মরহুম আলহাজ্ব ইয়ার আহমদ ছিলেন একজন আল্লাহওয়ালা ও দ্বীনদার মানুষ। তিনি আলেমদেরকে খুব ভালবাসতেন। সুন্নতের পাবন্দি ছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কয়েকজন সন্তানকে দ্বীনি আলেম বানিয়েছেন।
শনিবার (৩০ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর এর উদ্যোগে জমিয়ত মহাসচিব এর পিতা রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা মনিরুল হক কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদীর পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র শায়খুল হাদিস আল্লামা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওঃ নজির আহমদ সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান নগর নগর সহ সভাপতি মাওঃ নুরুল হক সিরাজী অর্থ সম্পাদক মাওঃ জসিম উদ্দিন বিজয়পুরী যুগ্ম সম্পাদক মাওঃ ইজহারুল হক সিরাজী সহকারী সম্পাদক মাওঃ হোসাইন আহমদ সমাজ সেবা সম্পাদক মাওঃ উসমান গনী যুব বিষয়ক সম্পাদক হাফেজ মু. আমান শাহ ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ জাহিদ আল হাবিব ছাত্র জমিয়তের সেক্রেটারী মুফতী আবুল কালাম প্রমুখ। মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।