কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারী তার চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেষ প্রান্ত ও ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ শিশুটির হত্যাকারী মা আঁখি খাতুনকে আটক করেছে। নিহত চার মাসের শিশু ইয়াকুব আলী ওই গ্রামের মোহন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আঁখি একজন মানসিক রোগী। তিনি দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল।
বুধবার শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার পাশে পানি ভর্তি গর্তে ফেলে শিশুটিকে হত্যা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিক জানান, পানিতে ফেলে নিজ সন্তানকে হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থল ভেড়ামারা থানার অধীনে হওয়ায় ভেড়ামারা থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানিয়েছে জিনের নির্দেশে শিশুকে তিনি পানিতে ফেলে হত্যা করেছেন।
এদিকে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন