ট্যাক্সি ক্যাবে করে গাঁজা পাচারকালে উদ্ধার কুমিল্লায়

সোহাগ মিয়াজী :

ট্যাক্সি ক্যাবে করে গাঁজা পাচারকালে কুমিল্লায় মো. কাউসার আলম নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এ সময় তার কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্যাক্সি ক্যাবটি।

শনিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
এর আগে আজ সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউসার ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কুমারবাড়ি গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে আমরা মহাসড়কের কোরপাই এলাকায় অবস্থান নেই।

পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি হলুদ রংয়ের ট্যাক্সি ক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্যাক্সি ক্যাবের পেছনে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!