তরুণ করদাতা ক্যাটাগরিতে সেরা নাফিসা কামাল, পাচ্ছেন ট্যাক্স কার্ড

নিজস্ব প্রতিনিধিঃ

অর্থমন্ত্রীর তনয়া ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে এনবিআর।

সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’র জন‌্য ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৭৬ জন ব‌্যক্তি শ্রেণিতে, কোম্পানি ক‌্যাটাগরিতে ৫৫ ও ১০ করদাতা অন‌্যান‌্য ক‌্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।

২০১৯-২০২০ অর্থবছরে ট‌্যাক্স কার্ডের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের মনোনীত করেছে। অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

৪০ বছরের চেয়ে কম বয়সী তরুণ করদাতাদের তালিকায় আরোও আছেন – নাফিস সিকদার, গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা ও ঢাকার পল্টন এলাকার আহমেদ ইমতিয়াজ এবং ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্সকার্ড দেবে এনবিআর। এরমধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্সকার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনও ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা দেওয়া হবে তাদের।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!