দশ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক :
গ্রামীণ কমিউনিকেশনস নামের প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরিচ্যুতির তিন মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভিন ১০ হাজার টাকা মুচলেকায় ড. ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গ্রামীণ কমিউনিকেশনস নামের প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগে দায়ের করা তিন মামলায় গত ৯ অক্টোবর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম।

এ আদালতের কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, এ বছরের জুলাই মাসে দায়ের করা মামলা তিনটিতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।

এরপর এক আবেদনের প্রেক্ষিতে গত ২৮ অক্টোবর ৭ নভেম্বরের মধ্যে ড. ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। এই সময়ের মধ্যে গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশনসে ট্রেড ইউনিয়ন গঠন করার চেষ্টা করেন প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশনস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম, একই সংগঠনের প্রচার সম্পাদক শাহ আলম ও সংগঠনটির সদস্য এমরানুল হক। তখন তাদেরসহ বেশ কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। এতে তারা ক্ষতিগ্রস্ত হন।

গত ৩ জুলাই তারা তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে বিবাদী করে মামলা করেন। আদালত তাদের ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ড. ইউনূস বাদে বাকি দুজন আদালতে হাজিরা দেন।

ড. ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, যেহেতু বর্তমানে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) ব্যবসার কাজে বিদেশ অবস্থান করছেন, তাই তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। তিনি দেশে এলে আদালতে উপস্থিত হবেন।

অবসর গ্রহণের সময়সীমা নিয়ে এক বিতর্কের পর ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ করা হয়।
সূত্র:
দেশ রূপান্তর

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!