নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জোরকানন পশ্চিম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মিড ডে মিল আয়োজন করা হয়। মিড ডে মিল হিসেবে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত ১৫১ জন ছাত্র-ছাত্রীকে সবজি খিচুড়ি ও ডিম পরিবেশন করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা, ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ বলেন, করোনা পরবর্তী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করেছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে আন্তরিকতার সাথে কাজ করছে প্রশাসন।