নগরীর বহুতল ভবনের বাসা ভাড়ার নামে চলছে অনৈতিক কর্মকান্ড

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন কালাম এর ৬ তলা বহুতল ভবনের ৫ম তলায় প্লেট বাসা ভাড়ার নামে অনৈতিক কার্মকান্ড চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকাবাসির মধ্যে জানাজানি হওয়ার পর প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। জানা যায়, কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন এলাকায় প্রবাসী রবিউল ও কালাম যৌথ ভাবে ছয় তলা বিশিষ্ট একটি ভবন নির্মান করে ভাড়া দেয়। প্রায় দেড় বছর আগে ব্যাংক এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে ফারভিন ও নার্গির আক্তার নামের দুই মহিলা ভবনের পঞ্চম তলার পূর্বপাশের প্ল্যাট ভাড়া নেয়। বাড়ির কেয়ারটেকার নুরুল আলম জানান, ভাড়াটিয়া দুই মহিলার স্বামী দেশে নেই জেনেও মালিক পক্ষ তাদের কাছে পঞ্চম তলার প্ল্যাটটি ভাড়া দেয়। ওই মহিলারা বাসা ভাড়া নেয়ার পর থেকে প্রায় রাতে এবং দিনের বিভিন্ন সময়ে অপরিচিত পুরুষ ও মহিলা/মেয়েরা ওই প্ল্যাটটিতে আসা যাওয়া করতো। অপরিচিত লোকদের আসা যাওয়ার বিষয়টি মালিক পক্ষকে জানানো হয়। তখন পর্যন্ত মালিক পক্ষ ভাড়াটিয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় বেপরোয়া হয়ে ওঠে ওই মহিলাদের কর্মকান্ড। পরবর্তীতে রবিবার সকালে ভাড়াটিয়াদের দু’পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে বাসা ভাড়ার আড়ালে অনৈতিক কর্মকান্ডের বিষয়টি সম্পর্কে এলাকাবাসীর মাঝে জানাজানি হয়। এ কর্মকান্ডে বিল্ডিং এর মালিক পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে বাড়ির দায়িত্বরত আইয়ুব আলী জানান, অনৈতিক কর্মকান্ডের বিষয়টি জানার পর ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে বাসা ছাড়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!