নিজস্ব প্রতিবেদক।।
ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে সদর দক্ষিণ লামপুর চৌমুহনী কওমী মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রনেতা এস.এম.সাইমন হাসান নেতৃত্বে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সমস্ত মুসলমান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় নবী সা. সম্পর্কে তাদের এই কটুক্তি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। ভারতের পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে তাদের প্রতিবাদ করা আমাদের ঈমানের দাবি। ইতিহাস সাক্ষী নবীর বিরুদ্ধে যারাই কটুক্তি করেছে, তাদের শেষ রক্ষা হয়নি।তারা লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ হয়েছে।