দেলোয়ার হোসেন জাকির :
আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করে আসছে। যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারি চক্র। কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জশনে জুলুছ এবং ঈদে মিলাদুন্নবীর মাহফিল সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক খলিফায়ে গাউসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, জশনে জুলুছ কমিটির আহ্বায়ক খাদেম মো. ফিরোজ, দপ্তর সম্পাদক ইউনুস বখশি ও উদযাপন কমিটির প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফফারি বকশী, সহ দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমান খাঁন নকশাবন্দী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী প্রমূখ। বক্তারা ঈদে মিলাদুন্নবী আয়োজন ও তা পালনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগামী শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে জশনে জুলুছ এবং রাতে একই স্থানে মাহফিল অনুষ্ঠিত হবে। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর সকল মিডিয়ায় প্রচারের উদাত্ত আহবান জানান। উপস্থিত কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজনের জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের মধ্যথেকে বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএ নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।