প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় মনোহরগঞ্জ হাজীপুরা মাদরাসার নতুন ভবন

আকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায় ৪তলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ভবনটি অচিরেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায় নতুন ভবনটি নির্মাণ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় LGRD মন্ত্রী মো. তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. হারুন অর রশিদ, মাদরাসার অধ্যক্ষসহ সকল শিক্ষকৃবন্দ, সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. হারুন অর রশিদ জানান, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আমাদের মাদরাসার নতুন ভবনটি অচিরেই উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়ের আন্তরিকতায় ও ঐকান্তিক প্রচেষ্টায় হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায় অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন হয়েছে।

মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাদরাসায় এর আগে আরেকটি ভবন করে দিয়েছেন। মন্ত্রী মহোদয় বর্তমানে হাজীপুরা মাদরাসায় ৪ তলা বিশিষ্ট নতুন ভবনসহ বহু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। যখনই মাদরাসার কোন বিষয়ে মন্ত্রী মহোদয়ের নিকট যেতাম তিনি কখনো নিষেধ করেন নি। আমরা হাজীপুরা মাদরাসার পক্ষ থেকে এবং হাজীপুরা গ্রাম বাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!