খান মোহাম্মদ রুবেল হোসেন :
৩ মার্চ বুধবার লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন –
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, বাগমারা বাজারের কতিপয় ব্যবসায়ী তাঁর ব্যবসা পরিচালনার স্বার্থে নিদিষ্ট স্থান ব্যতিরেকে সড়ক ও জনপদের মূল সড়কে মালবোঝাই ট্রাক, সিএনজি, অটোরিক্সা থামিয়ে মালামাল লোড/আনলোড করে থাকেন, ফলে প্রত্যন্ত এলাকা থেকে বাজারে আগত সর্বসাধারণের জনদূর্ভোগ সহ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রতিনিয়ত যানজট যত্র্য তত্র্য মালামাল লোড/আনলোড করার পরিপ্রেক্ষিতে উল্লেখিত মূল সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কুমিল্লা-লাকসাম – নোয়াখালী মহাসড়কে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
বর্ণিতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগমারা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে উপজেলা পরিষদের (অস্থায়ী) কার্যালয়, লালমাই, কুমিল্লা এর গেইট পর্যন্ত মূল সড়কে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকল ধরনের ট্রাক/মিনিট্রাক দাড় করিয়ে মালমাল লোড/আনলোড করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
উক্ত আদেশ ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।