বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ঐতিহ্যবাহী বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি লি: এর ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অদ্য শুক্রবার (২ মে) সমিতির কারখানা ঘরে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমবায় কার্যালয় এর উপ-নিবন্ধক (অব:) জসীম উদ্দীন ভুঁঞা, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন।

বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজয়পুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম হেফজুর রহমান, বিজয়পুর মহিলা কলেজের অধ্যাপক নাছিমা আক্তার পুতুল।

পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গ্রহন করা হয়। এরপর সমিতির সভাপতি দ্বীপক চন্দ্র পালের সভাপতিত্বে ও সমিতির সম্পাদক অরুন চন্দ্র পাল ও হিসাবরক্ষক রাজেশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় উক্ত বার্ষিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীর উপর আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উক্ত সভায় আগত অতিথিরা তাদের বক্তব্যে বিজয়পুরের মৃৎশিল্পের সুনাম ও ঐতিহ্য তুলে ধরেন। তারা সমিতির গ্যাস সংকট দূরীকরনে সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে,সভার সভাপতি দ্বীপক চন্দ্র পাল সমিতি পরিচালনায় হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে সমিতি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!