ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

কুমিল্লা উত্তর প্রতিনিধি :

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বীজ রোপণের জন্য পুরোধমে কাজ শুরু হয়ে গেছে। অনেক জায়গায় আবার বীজ রোপন শেষও হয়ে গেছে।

এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আমন ধান চাষে অধিক আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে চলছে আমন ধান রোপনের কাজ। মৌসুমের শুরুতে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপন করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে কৃষকদের।

ইতোমধ্যে নানা সমস্যার মধ্যেও আমন ধানের চারা রোপণের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তারা। উপজেলায় প্রচুর বৃষ্টি হওয়ায় ধানের চারা রোপনের কাজ সহজ হয়েছে। কোন কোন জমিতে চলছে চাষ।বীজ তলা থেকে তোলা হচ্ছে বীজ।

মাধবপুর ইউনিয়নের ষাটশালা গ্রামের কৃষক রমিজ মিয়া বলেন, এক ফসল বিক্রি করে অন্য ফসল আবাদ করা হয় জমিতে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাছান এ প্রতিনিধিকে বলেন, এ উপজেলার ৮ টি ইউনিয়নেই বেশিরভাগ আমন ধানের আবাদ করতে দেখা গেছে। এছাড়া চাষাবাদের লক্ষমাত্রা নিয়ে তিনি বলেন, এইবার আমাদের লক্ষ্যমাত্রা ৫৩৬৫ হাজার হেক্টর এবং অর্জন হবে ৫৪০০ হাজার হেক্টর, যা শতকরা শতভাগের চেয়েও বেশি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!