ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫৫) নামে রোগীর মারা যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই ঘটনা ঘটে। মৃত্যুর সংবাদে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সব স্টাফ হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রোগী মোবারক হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকালে মোবারক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি পায়ে পোড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউয়ে ট্রমা সেন্টারে ভর্তি হন। বিকাল ৪টায় পায়ের পোড়া ক্ষত অপারেশনের জন্য হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের ডা. সাফায়েত শাহিন তাকে কক্ষে নিয়ে যান।

এরপর ডা. আবদুল হক রোগীকে অজ্ঞান করেন। অপরাশেন শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময়ে জ্ঞান না ফেরায় রোগীর বড় ভাই বিষয়টি চিকিৎসকদের জানান। চিকিৎসক এসে দেখেন রোগী মারা গেছেন। মারা যাওয়ার সংবাদে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সব স্টাফ পালিয়ে যান। এরপর রোগীর স্বজনরা হাসপাতালে অবস্থান নেন।

কোতয়ালি মডেল থানার ওসি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের সমাঝোতায় মারা যাওয়া ব্যক্তিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র :
বাংলা ট্রিবিউন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!