মনোহরগঞ্জে পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ, নাথেরপেটুয়া ও শাহ শরিফ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

আকবর হোসেন।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, ওরিয়েন্টেশন ও ২০২১ সালের এইচএসসি পরিক্ষায় শতভাগ কৃতকার্য ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই দিন উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ ও শাহ শরিফ ডিগ্রি কলেজের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আশ্রাফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: আমিরুল ইসলাম। কলেজ শাখার ইংরেজি বিভাগের প্রভাষক সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আবদুর রশিদ ভূঁইয়া, কলেজ শাখার উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালি, কলেজের প্রভাষক আবু মুসা, ইকবাল হোসেন, মোশারফ হোসেন, মঞ্জুরুল ইসলাম, কাউছার হোসেন শরিফ, তাহমিনা আক্তার, আছমা আক্তারসহ আরো অনেকে। এদিকে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাষ্টার আবদুল কাইয়ু চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবদুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল প্রমুখ। কলেজের সহকারী অধ্যাপক মাসুদ করিম ও সহকারী অধ্যাপক মো: নুর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি গোলাম কিবরিয়া সুমন, মোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা মো: শাহ জাহান, যুবলীগ নেতা নুরুল আলম হিরণসহ আরো অনেকে। অন্যদিকে শাহ শরিফ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: ইসাক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল জুলফিকার টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউটের তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র মল্ল বর্মণ, কলেজের উপাধ্যক্ষ মকবুল আহমেদ, ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কলেজের প্রভাষক আমির হোসেন মন্টু, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল হালিম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: আমির হোসেনসহ আরো অনেকে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!