মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় “শেখ রাসেল দিবস পালিত”

আকবর হোসেন।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত “শেখ রাসেল দিবস-২০২২” উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্ল্যাহ, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা মমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ওয়াসিম,

মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজসহ প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শেখ রাসেলের উপর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ছড়াগান, বক্তৃতা’র আয়োজন শেষে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এদিকে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!