মনোহরগঞ্জে হেল্প ডেস্টিনেশন এর উদ্যোগে ১১৫ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
- তারিখ : ১১:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / 1183
আকবর হোসেন : মনোহরগঞ্জে হেল্প ডেস্টিনেশন (HD) এর পক্ষ থেকে মৈশাতুয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের গরিব ও অসহায় ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এলাকার কয়েকজন ধনী ব্যক্তি ও সদস্যবৃন্দ আর্থিক সহযোগীতা করেছেন। এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নীল কান্ত সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মুন্না। সাধারণ সম্পাদক মুন্না জানান, আর্থিকভাবে সহায়তাকারী উদার এবং দানশীল মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।ধন্যবাদ ও দোয়া প্রিয় সদস্যদের প্রতি যাদের অর্থ ও অক্লান্ত পরিশ্রমে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পোঁছে দেওয়ার মাধ্যমে ত্রাণ কার্যক্রম সফল করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এসময় আরো উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো. সবুজসহ আরো অনেকে।