মানসম্পন্ন ও গুণগত শিক্ষা কখনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য পিছুটান হতে পারে না

আকবর হোসেন :
তরুণ শিল্পপতি, ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সুযোগ্য সন্তান মোঃ মাইদুল ইসলাম বলেছেন, মেধাবী হয়ে কেউ জন্মায় না। জ্ঞানার্জনের মাধ্যমেই মেধাবী হয়ে উঠতে হয়। আর মেধার বিকাশ কর্মের মাধ্যমেই প্রকাশ করতে হয়। মানহীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধক। তাই আমাদের জাতীর ভবিষ্যৎ বিনির্মাণে গুণগত ও মানসম্মত শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। গতকাল শনিবার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে অবস্থিত ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মানহীন শিক্ষা সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। মানসম্পন্ন ও গুণগত শিক্ষা কখনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য পিছুটান হতে পারে না। তিনি শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমার পিতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার পিতার সততার কারণে আমার পিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জসহ সারা বাংলাদেশের জন্য কাজ করছেন। আপনারা সকলেই আমার পিতার জন্য দোয়া করবেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ আবদুল মতিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ ও নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গাজী মাসুদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল গফুর ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, শাহ শরীফ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আলী হোসাইন ডিজিএম, নিহাও ফুড কোম্পানী লিমিটেড এর পরিচালক সৌমেন্দ্র বসু টুলু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জিএম মফিজুল ইসলাম, দাতা সদস্য হাজী আবু তাহের, অভিভাবক সদস্য হাজী জাহাঙ্গীর আলম, গাজী আবু বকর ছিদ্দিক, গাজী মাসুদ আলম, প্রাক্তন ছাত্র ডা. ইকবাল হোসেন, আমানত উল্লাহ, শাহিদুল হক, মোসলেহ উদ্দিন, ইউসুফ হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!