০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

  • তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 1082

নিজস্ব প্রতিবেদক, সিলেট :
করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সারাদেশের মতো সিলেটেও বেড়েছে মাস্কের ব্যবহার। ধুলাবালি আর ভাইরাস থেকে মুক্তি পেতে এখন সকল বয়সী মানুষের মধ্যেই বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। এ সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিলেটে মাস্কের ব্যবহার বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। আগের চেয়ে তিন-চারগুণ বেশি দামে তারা বিক্রি করছেন মাস্ক। প্রশাসনও বসে নেই। অতিরিক্ত দামে মাস্ক বিক্রির খবর পেলেই চালাচ্ছে অভিযান।

গত তিনদিনে এরকম ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অধিদপ্তর। মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সারাবছর যে মাস্ক ৩ থেকে ৫ টাকায় বিক্রি হতো সেই মাস্ক এখন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এছাড়া ৫০-৮০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। বাজারে মাস্কের সংকট রয়েছে দাবি করে ফার্মেসি মালিক ও দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কয়েকগুণ টাকা।
বেশি দামে মাস্ক বিক্রির দায়ে আজ বুধবার ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের খান ফার্মেসিকে ৭ হাজার টাকা, আলম ফার্মেসিকে ২ হাজার টাকা এবং তাজপুর বাজারের সাদিয়া ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সুবিদাবাজারের ফ্রেন্ডস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও টুকেরবাজারের পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর পাঠানটুলা তারাপুর পয়েন্টে চৈতি ফার্মেসিতে ৫ টাকার মাস্ক ৩০ টাকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

অভিযোগের সত্যতা পেয়ে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে একই এলাকার হামজা ফার্মেসিকে ৫ হাজার টাকা, আম্বরখানায় ২০ টাকার মাস্ক ১০০টাকায় বিক্রি করায় মেসার্স জান্নাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা, পূর্ব শাহীঈদগাহের তামান্না মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও টিলাগড় ফ্রেন্ডস লাইব্রেরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, গত সোমবার অভিযান চালিয়ে আরও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক, সিলেট :
করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সারাদেশের মতো সিলেটেও বেড়েছে মাস্কের ব্যবহার। ধুলাবালি আর ভাইরাস থেকে মুক্তি পেতে এখন সকল বয়সী মানুষের মধ্যেই বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। এ সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিলেটে মাস্কের ব্যবহার বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। আগের চেয়ে তিন-চারগুণ বেশি দামে তারা বিক্রি করছেন মাস্ক। প্রশাসনও বসে নেই। অতিরিক্ত দামে মাস্ক বিক্রির খবর পেলেই চালাচ্ছে অভিযান।

গত তিনদিনে এরকম ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অধিদপ্তর। মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সারাবছর যে মাস্ক ৩ থেকে ৫ টাকায় বিক্রি হতো সেই মাস্ক এখন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এছাড়া ৫০-৮০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। বাজারে মাস্কের সংকট রয়েছে দাবি করে ফার্মেসি মালিক ও দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কয়েকগুণ টাকা।
বেশি দামে মাস্ক বিক্রির দায়ে আজ বুধবার ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের খান ফার্মেসিকে ৭ হাজার টাকা, আলম ফার্মেসিকে ২ হাজার টাকা এবং তাজপুর বাজারের সাদিয়া ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সুবিদাবাজারের ফ্রেন্ডস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও টুকেরবাজারের পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর পাঠানটুলা তারাপুর পয়েন্টে চৈতি ফার্মেসিতে ৫ টাকার মাস্ক ৩০ টাকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

অভিযোগের সত্যতা পেয়ে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে একই এলাকার হামজা ফার্মেসিকে ৫ হাজার টাকা, আম্বরখানায় ২০ টাকার মাস্ক ১০০টাকায় বিক্রি করায় মেসার্স জান্নাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা, পূর্ব শাহীঈদগাহের তামান্না মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও টিলাগড় ফ্রেন্ডস লাইব্রেরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, গত সোমবার অভিযান চালিয়ে আরও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।