মায়ের দেয়া খাবার যখন শিক্ষার্থীদের মিড ডে মিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন, কুমিল্লার একটি অন্যন্য উদ্যোগ মিড ডে মিল হিসেবে ❝ মায়ের দেয়া খাবার খায় ❞
করোনা কালীন দীর্ঘ বিরতির পর প্রাথমিক বিদ্যালয়গুলো আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে এবং এর মধ্যদিয়ে জেলা প্রশাসনের ❝ মায়ের দেয়া খাবার খায় ❞ উদ্যোগটি পুনরায় চালু করার জন্য প্রতিটি বিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে। রবিবার দুপুরে টিফিন পিরিয়ডে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভাশিস ঘোষ।  এসময় অধিকাংশ শিক্ষার্থীদের মায়ের তৈরি খাবার খাচ্ছে মর্মে দেখা যায়। অনেক মা’য়েরা নিজেই স্কুলে তার সন্তানের জন্য খাবার নিয়ে এসেছেন। যদিও কেউ কেউ দোকান থেকে কিনে খাবার খাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, একজন মা জানেন তার সন্তান কী খেতে পছন্দ করে। একজনই মা’ই তার সন্তানের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারে। তাই বিদ্যালয়ে মিড ডে মিল হিসেবে মায়ের দেয়া খাবার নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসন কুমিল্লা সদর দক্ষিণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হচ্ছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!