মুজিব জন্মশতবর্ষে সুসজ্জিত নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্বরণ করে রাখতে লাল-সবুজের সজ্জায় সুসজ্জিত কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড।

মুজিব জন্মশতবর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বাড়তি আমেজ বইছে। জনকের জন্মবার্ষিকীর আনন্দকে সার্বজনীন করতে দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। কুমিল্লার গুরুত্বপূর্ণ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাকে সাজানো হয়েছে ভিন্ন রূপে।

মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু’র সার্বিক তত্বাবধানে মুজিব জন্মশতবর্ষে পুরো বিশ্বরোড এলাকা লাল-সবুজের আলোয় আলোকিত করা হয়েছে । আলোক সজ্জার বিষয়টি মহাসড়কে যাতায়াতকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ আলোকসজ্জায় পথচারীদের অনেকে সেলফি তুলে মুজিব জন্মশতবর্ষের ফ্রেমে নিজেদের বন্দি রাখছেন। সর্বোপরি লাল-সবুজের সজ্জায় সুসজ্জিত কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড মুজিব বর্ষের রূপে রূপান্তরিত হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু কুমিল্লা এসডি নিউজ কে জানান,কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র নির্দেশনায় মুজিব জন্মশতবর্ষকে স্বরণ করে রাখতে লাল-সবুজের এ আয়োজন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে জাতির সামনে তথা নতুন প্রজন্মের মাঝে সঠিক ভাবে তুলে ধরতে আমরা বদ্ধ পরিকর।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!