লকডাউন ভেঙ্গে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

লকডাউন ভেঙ্গে আবারও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিজয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা শাহ আলম মাস্টার ও হাশেম মেম্বারের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে দুই পক্ষে মধ্যে একাধিক সংঘর্ষও হয়েছে। দুই পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে নতুন করে আবার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা মুঠোফোনে জানান, দুপুরে সংঘর্ষ হয়েছিল, এখন সমস্যা নেই, তারপরও ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এসময় তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!