লালমাইয়ে করোনা আক্রান্ত শিশু সন্তানকে দুধ পান করানো মায়ের করোনা হয়নি

লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাইয়ে করোনা ভাইরাস পজেটিভ ২মাসের শিশু লামিয়াকে দুধ পান করানো মা জেসমিন আক্তার এর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। এছাড়া শিশুটির বাবা, দাদাসহ যারা তাকে নিয়মিত কোলে নিচ্ছেন তাদেরও করোনা হয়নি। ১৩ মে সকালে তার পরিবারের ৯জনেরই করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত।

জানা যায়, শিশু লামিয়ার করোনা পজিটিভ হওয়ায় গত ৯ মে শনিবার সকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব শিশুটির পরিবারসহ ৩টি পরিবারকে লকডাউন করেন। ওই সময় শিশুটির দাদা, দাদি, মা, বাবাসহ পরিবারের ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গত ৭ মে বৃহস্পতিবার দুপুরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা শিশুটির নমুনা সংগ্রহ করেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মায়ের দুধ সন্তানের জন্য মহৌষধ। আল্লাহ মা সন্তানকে হেফাজত করুক।

লালমাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াছির আরাফাত বলেন, শিশু লামিয়ার পরিবারের ৯ সদস্যের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!