লালমাইয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার লালমাইয়ে মানসিক যন্ত্রণা সইতে না পেরে নিজ ঘরের পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ময়ূরী বিবি (৬০) নামের এক বৃদ্ধা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ময়ূরী বিবি ওই গ্রামের মৃত- আব্দুর রশীদের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিগত ১৫-১৬ বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলেন তিনি। যার জন্য প্রায় সময়ই শরীর খারাপ হতো তার। বৃহস্পতিবার সকালেও নিজের শরীর খারাপ লাগছিল বলে জানান তিনি। পরে তাকে ঘরে শুইয়ে রেখে বাহিরে যাই। এরপর ঘরে এসে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকলে দেখি বাড়ির পাশের গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তখন আমি চিৎকার করলে স্থানীয়রা এসে তার গলার দড়ি কেটে তাকে নিচে নামায়।

এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ময়ূরী বিবির লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!